পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বজ্রপাতে বাঁশ ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত বাঁশ ব্যবসায়ী খোরশেদ আলম (৫৫) উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটী গ্রামের মৃত শেখ আব্দুর রহিম বক্সের ছেলে। ওই এলাকার ফিরোজ হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু জানান, খোরশেদ আলম একজন বাঁশ ব্যবসায়ী, তিনি নৌকায় করে বিভিন্ন এলাকায় বাঁশ বিক্রি করে থাকেন।
রোববার সকাল ১০টার দিকে বটবুনিয়া এলাকায় অবস্থান করা অবস্থায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে খোরশেদ আলমের করুন মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা ছেলে আহত হয়।
অপরদিকে একই দিন গড়ইখালী ইউনিয়নে বজ্রপাতে একটি গবাদি পশু মারা যায় বলে ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু জানান।
(0)