পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “পানি ও স্যানিটেশন সংকট সমাধানে ত্বরান্বিত পরিবর্তন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক মোমিন উদ্দীন, মাহবুবা নাজনীন ইরানী, তরুণ কান্তি মন্ডল, আবু রাসেল কাগজী, স্বপন ঘোষ, সুষ্মিতা রায়, ব্র্যাক ওয়াশ কর্মসূচির উপজেলা ম্যানেজার রেজাউল করিম, রোভার লিডার নয়ন মনি বিশ্বাস ও গার্ল ইন রোভার উম্মে হায়াত উর্মি।
(3)