পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ব্র্যাক অফিসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, কাউন্সিলর অহেদ আলী গাজী, রবি শংকর মন্ডল, আইনজীবী শেখ তৈয়ব হোসেন নূর, এস আই নাজমুল হোসেন, সুজিত মন্ডল, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিরাপদ সড়ক চাই নিসচা’র সহ সভাপতি ইলিয়াস হোসেন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) কমলেশ চন্দ্র মন্ডল, এরিয়া ম্যানেজার (প্রগতি) আব্দুল ওয়াহেদ, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) সুব্রত কুমার হালদার, ব্রাঞ্চ ম্যানেজার (বিসিইউপি) তুলশী দাস সরদার, উপজেলা ম্যানেজার(বিটুবি) সিকদার মো. আলাল, উপজেলা ম্যানেজার (এইচএনপিপি) মাহমুদুল হাসান, প্রোগ্রাম অর্গানাইজার(বিটুবি) আছাদুল ইসলাম, ব্রাঞ্চ এ্যাকাউন্টস অফিসার সাকুর খান, রাজু আহমেদ ও স্বপ্না মজুমদার।
(10)