পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৌরসভা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন র্যালি, আলোচনা সভা ও উন্নতমানের খাবার বিতরণের আয়োজন করে। এক বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভা ও শ্রমজীবী মানুষের মাঝে উন্নমানের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, এএসআই হাফিজুর রহমান, রেজাউল ইসলাম, গোপাল মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, যুবলীগনেতা শেখ রাজু আহমেদ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম গাজী ও সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল।
(0)