পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিপক্ষরা দুই প্রাথীর মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষরা ভয় দেখিয়ে জোরপূর্বক মনোনয়ন প্রত্যাহার পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগে জানা যায়, নির্বাচনী তফশিল অনুযায়ী আগামী ১৬ মার্চ বগুলার চক কে কে পি কে এম এম মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ১ মার্চ যাচাই-বাছাই শেষে সবগুলো মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন প্রিজাইটিং অফিসার ও একাডেমীক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। ৭ মার্চ গড়ইখালীর আনার শেখের ছেলে সেলিম শেখ সহ কয়েকজন যুবক প্রার্থী দেবব্রত ও দুলুকেশ এর কাছ থেকে প্রত্যাহারপত্রে স্বাক্ষর করে নেয়।
প্রার্থীদের বাড়ীতে গিয়ে জোরপূর্বক ভয় দেখিয়ে এ স্বাক্ষর করে নেওয়া হয় বলে বুধবার অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ দুই প্রার্থী। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন সেলিম শেখ। দুই প্রার্থী জানান আব্বাস মোল্যা ও রব গাজী দুজন সভাপতি প্রার্থী।
দুটি প্যানেল ৫ জন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। অতি সহজে জয়লাভের আশায় এ কাজ করা হয়েছে। এব্যাপারে দুটি প্রত্যাহার পত্র রব গাজীর মাধ্যমে পেয়েছি বলে জানান প্রধান শিক্ষক বঙ্কিমচন্দ্র সরকার।
(0)