পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। শুক্রবার পহেলা বৈশাখ শুভ নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এ বিতরণ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, সমাজসেবা কর্মকর্তা, সরদার আলী আহসান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, রবীন্দ্রনাথ দে, অঞ্জলী রানী শীল, আনিছুর রহমান ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।
(2)