পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার দেশের প্রথম বালিকা বিদ্যালয় হিসেবে পরিচিত বিজ্ঞানী পিসি রায়ের মায়ের নামে প্রতিষ্ঠিত রাড়ুলী ভূবণমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র ঘোষকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। তারা বুধবার দুপুরে জিরোপয়েন্টস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ করেন।
পরে তারা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সাথে দেখা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাদের হস্তক্ষেপ কামনা করেন। রোববার উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সমিতির নেতৃবৃন্দ জানান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্জয় কুমার মন্ডল, মধুসুধন সরকার, শেখ আব্দুর রহমান, শহিদুল ইসলাম, দীপংকর কুমার দত্তা, দিপক চন্দ্র সরকার, অঞ্জলি রানী শীল, নারায়ণ চন্দ্র শিকারী, মৃণাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান, সুধাংশু মন্ডল, কার্তিক চন্দ্র সরকার, আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার, সাঈদ মনোয়ার ও পলাশ কান্তি মজুমদার।
উল্লেখ্য, বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস সম্প্রতি প্রধান শিক্ষক গৌতম চন্দ্র ঘোষকে শারীরিকভাবে লাঞ্চিত করেছেন এমন অভিযোগ করেছেন শিক্ষক গৌতম ঘোষ। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি আরশাদ আলী বিশ্বাস।
(15)