পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ এবং কার্যক্রমে গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে সেমিনার ও প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন, সহকারী পরিচালক আইনাল হক, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান। বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ।
(3)