পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় প্যাটান ভিত্তিক সরিষা ফসলের উপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাবিবনগর সিনিয়র মাদ্রাসা মাঠে মাহমুদকাটী ব্লকের কৃষক বিলাত খাঁ’র প্যাটান ভিত্তিক চাষকৃত সরিষা ফসলের উপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোছাদ্দেক হোসেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ অফিসার বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান, উত্তম কুমার কুন্ডু, ডল্টন রায়, আবুল কালাম আজাদ, সরাজ উদ্দীন মোড়ল, দেবদাশ রায়, এসএম মফিজুর রহমান, শেখ তোফায়েল আহম্মেদ, ইয়াছিন আলী খান, এনামুল হক ও আফজাল হোসেন।
অনুষ্ঠানে ভোজ্য তেলের আমদানী কমাতে দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা।
(2)