পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৬ পাইকগাছা-কয়রা’র আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল বলেছেন সঠিক নেতৃত্ব ছাড়া যেমন একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, তেমনি একটি এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য সঠিক নেতৃত্ব প্রয়োজন।
তিনি বলেন, পাইকগাছা-কয়রার মাটিতেই আমার জন্ম, এখানকার লবণাক্ত পরিবেশেই আমার বেড়ে ওঠা। এ জন্য এখানকার মানুষের প্রতি একদিকে যেমন ভালোবাসা রয়েছে অপরদিকে মানুষের প্রতি রয়েছে অনেক দায়বদ্ধতা। তরুণ এ রাজনৈতিক নেতা বলেন, করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে এলাকার মানুষের পাশে যেভাবে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে বীজ বপন করেছেন তা পরিচর্যা এবং লালন-পালন করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি প্রেসক্লাবের উন্নয়ন কাজকে এগিয়ে নিতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকসহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(0)