পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ১০টায় উপজেলার ৭টি কেন্দ্র, ২টি মাদ্রারাসা কেন্দ্র, ৩টি ভেন্যু কেন্দ্র ও ১টি ভোকেশনাল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। কেন্দ্র সচিবদের তথ্য অনুযায়ী প্রথমদিনে পরীক্ষার্থী ছিল ৩হাজার ১২১, যার মধ্যে অংশগ্রহণ করেন ৩হাজার ৪০ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৮১ পরীক্ষার্থী।
প্রধান শিক্ষক খালেকুজ্জামান জানান পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪৮১, অনুপস্থিত ৩, প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ দে জানান পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৮৪, অনুপস্থিত ৯, রহিমা আক্তার শম্পা জানান মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩১০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩০৮, অনুপস্থিত ২, সঞ্জয় কুমার মন্ডল জানান কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ৩২৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩১৭, অনুপস্থিত ৭, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান রাড়ুলী কেন্দ্রে ৫৬৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫৬৩, অনুপস্থিত ৬, প্রধান শিক্ষক মধুসুদন সরকার জানান গড়ইখালী কেন্দ্রে ৩৭৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৫৫, অনুপস্থিত ১৮, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজান আলী শেখ জানান পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ২০৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৮৪, অনুপস্থিত ২০, প্রধান শিক্ষক এমএম মতিয়র রহমান জানান চাঁদখালী কেন্দ্রে ১৪৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪৩, অনুপস্থিত ১, অধ্যক্ষ মুহাঃ রিয়াজুল ইসলাম জানান হাবিব নগর মাদ্রাসা কেন্দ্রে ২১২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২০১, অনুপস্থিত ১১, প্রধান শিক্ষক পরমানন্দ বিশ^াস জানান কেডি শাহাপাড়া ভোকেশনাল কেন্দ্রে ১০৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১০৪, অনুপস্থিত ছিল ৪ পরীক্ষার্থী।
(4)