পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ ২০ ফেব্রুয়ারী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পাইকগাছায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার ও ডাঃ প্রশান্ত কুমার মন্ডল।
স্বাস্থ্য পরিদর্শক নুর আলী মোড়ল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সাংবাদিক পুর্ণ চন্দ্র মন্ডল, এমটিইপিআই শাহানারা পারভীন, এএইচআই রুহুল কুদ্দুস, এফপিআই রাজিব গাঙ্গুলী, মানিক পাল।
এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট ২৪ হাজার ৪৫৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫৭২ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২১ হাজার ৮ শত ৮৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
(1)