পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ৪ দলীয় সোলাদানা ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকালে শিবসা ব্রিজসংলগ্ন বালুর মাঠে সোলাদানা ইউনিয়ন পরিষদ এ টুর্ণামেন্টের আয়োজন করে। খেলায় প্রথমে উপজেলা প্রশাসন ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে। প্রশাসনের পক্ষে সর্বোচ্চ ইমু ৬৩ রান করে। খাটুয়ামারির পক্ষে বেলাল হোসেন ২৯ রান দিয়ে ৪ উইকেট লাভ করে। জবাবে খাটুয়ামারি ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৮ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে। ফলে ৩৫ রানে জয়লাভ করে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষে ২৩ রান দিয়ে ৪ উইকেট লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ হয় সোহাস। ম্যান অব দ্যা সিরিজ হয় উপজেলা প্রশাসনের মনিরুজ্জামান।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল কে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, এস আই মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, কায়েস, আওয়ামীলীগ নেতা দীলিপ ঢালী, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু, আবুল কালাম আজাদ, শেখর ঢালী, নাছিমা বেগম, আছমা বেগম, সেলিম রেজা লাকি, হাবিবুর রহমান মুসা, শেখ জুলি, নুরুজ্জামান টিটু, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি ও সোহান।
টুর্ণামেন্টের ট্রফি প্রদান করে সহযোগিতা করেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি।
(3)