পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় “সামাজিত দায়বদ্ধতা, গড়ে উঠুক আধুনিক সাংবাদিকতা” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক।
বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, স্নেহেন্দু বিকাশ, এমআর মন্টু, প্রমথ রঞ্জন সানা, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউর জামান ও মাজহারুল ইসলাম মিথুন।
অনুষ্ঠানে বক্তারা “সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবীর দ্রুত বাস্তবায়ন চান”।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১-৭ মে কেন্দ্রীয় ভাবে দেশব্যাপি ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে।
(0)