পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হেলভেটাস এর অর্থায়নে সুশীলন ও ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে ইউপি সদস্যদের জেন্ডার অর্ন্তভুক্তির মাধ্যমে সিসিএ ইস্যুতে সংবেদনশীল করা বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উল্লেখ করা হয় জলবায়ু পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব, বাংলাদেশের জলবায়ুর প্রেক্ষাপটে নারীরা শারিরীক ও মানসিকভাবে বেশী ক্ষতির সম্মুখিন হয়। শুধু তাই নয় নারীদের জেন্ডার সেনসিটিভ ইস্যুগুলিতে পর্যাপ্ত বরাদ্দ থাকে না। যেমন স্কুল, কলেজ, ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ইত্যাদি জায়গায় লক্ষ্য করলে দেখা যায় নারীদের জন্য পৃথক কোন সৌচাগার, ব্রেস্ট ফিডিং কর্ণার এবং পৃথক কোন ব্যবস্থা পরিলক্ষিত হয় না। শুধু তাই নয় শারিরিকভাবে অক্ষম, গর্ভবতী এবং বয়ঃজ্যেষ্ট নারীদের জন্যেও কোন ব্যবস্থা থাকে না। এভাবে নারীরা অনেক সমস্যার সম্মুখিন হয়।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হতদরিদ্র নারীপ্রধান পরিবার যেমন স্বামী পরিত্যক্ত্যা, তালাকপ্রাপ্ত এবং বিধবা পরিবারগুলিকে স্থানীয় পর্যায়ে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় তাদের আনুপাতিক হারে কাজের সুযোগ খুবই কম। স্থানীয় বাজেটে এ সকল খাতে বরাদ্দ বৃদ্ধি করার জন্য ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে পরিষদ বর্গের নিকট সুপারিশ করা হয়। স্থানীয় সরকার সদস্য এবং স্থানীয় নের্তৃবৃন্দ আশ^াস প্রদান করেণ যে তারা উপরেল্লিখিত খাতে বরাদ্দ বৃদ্ধিতে যথাসাধ্য চেষ্টা করবে।
ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, পরিষদের সকল ইউপি সদস্য, ইউপি সচিব, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আঃ আজিজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশিক্ষণ সঞ্চালনা করেন, সুশীলনের প্রজেক্ট ম্যানেজার কাজী তোবারক হোসেন, সহ টেকনিক্যাল অফিসার তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আরিফুন নেসা শিলা।
(0)