পাইকগাছার পার্শবর্তী কানাইদিয়াই পানিতে ডুবে কুন্তাল নামের ১০ বছরের এক শিশুর করূণ মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জনের সময় হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। মৃত শিশু তালা উপজেলার কানাইদিয়া গ্রামের মিহির রায়ের ৫ম শ্রেণী পড়–য়া ছেলে। ঘটনার দিন শারদীয়া দুর্গোৎসবের বিজয় দশমী শেষে ঘোষ নগর খেয়াঘাট সংলগ্ন খনন কৃত কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জনের সময় অন্ধকারের মধ্যে লোক জনের ভীড়ে শিশুটি পানিতে পড়ে গিয়ে নিখোজ হয়। পরে তার মৃত্যু দেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(16)