আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে পাইকগাছার লস্কর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৪টায় খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ওলিউর রহমান সেলিম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল কান্তি সানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বিভূতি ভুষণ সানা। প্রধান বক্তা ছিলেন লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য পরমানন্দ সানা, পাইকগাছা উপজেলা সেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, লস্কর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বরুণ প্রকাশ মন্ডল, সাবেক ছাত্রনেতা ও সেচ্ছাসেবক লীগ তেজেন মন্ডল, সালামুন হোসাইন। বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী সানা, সুমন মন্ডল, আহবায়ক কমিটির সদস্য, রাজেস সরকার, নয়ন মন্ডল, নিশান সানা, অতিষ বাছাড়, রুপক সরদার, রাইসুল ইসলাম, রথিন কুমার সানা প্রমুখ।
বর্ধিত সভা থেকে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে প্রচেষ্টা চালানোর পাশাপাশি সাংগঠনিক বিধিনিষেধ মেনে চলতে আহ্বান জানানো হয়। একইসঙ্গে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে যাওয়া, সরকারের উন্নয়ন প্রচার এবং তাদের সংগঠিত করা, গুজব ও অপপ্রচার ঠেকাতে কাজ করতে আহবান জানানো হয়েছে। সাংগঠনিক প্রতিবেদনে বর্তমান সাংগঠনিক অবস্থা তুলে ধরার পাশাপাশি লস্কর ইউনিয়ন ছাত্রলীগকে আরও শক্তিশালী এবং শিক্ষার্থী ও তরুণ প্রজন্মবান্ধব করতে প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দেয়া হয়।
বর্ধিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(30)