পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার লস্কর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ইখালী ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকের নির্বাচনী মতবিনিময় করেছেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আনোয়ার ইকবাল মন্টুর নেতৃত্বে নেতৃবৃন্দ শনিবার উপজেলার লস্কর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের সাথে খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এর পক্ষে নির্বাচনী মতবিনিময় করেন।
এসময় নেতৃবৃন্দ সরকারের ধারাবাহিকতা ও উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে শেখ হারুনকে পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করার জন্য চেয়ারম্যান মেম্বরদের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আলহাজ¦ আবুল কালাম আজাদ, জিএম আব্দুস সালাম কেরু, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, ইঞ্জিঃ মারুফ বিল্লাহ, শেখ রাজু আহমেদ, কুমারেশ মন্ডল ও উজ্জ্বল মন্ডল সহ ৪ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।
(10)