পাইকগাছায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মিত ভাবে চলছে মাল্টিমিডিয়া ক্লাস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিছুটা নিয়মিত হলেও প্রাথমিক পর্যায়ে নেয়া হচ্ছেনা তেমন কোন ক্লাস।
ফলে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উৎসাহ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক সংকট ও উপকরণের অভাবে নিয়মিত ক্লাস নেয়া সম্ভব হয়না বলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা জানিয়েছে। উল্লেখ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রচলিত পাঠদানের পাশা-পাশি শিক্ষার্থীদেরকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় উদ্ধুদ্ব করতে মাল্টিমিডিয়া ক্লাস নেয়ার নির্দেশনা রয়েছে সরকারের। এ লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সরকারী ভাবে সরবরাহ করা হয়েছে ল্যাপটপ সহ বিভিন্ন উপকরণ। মাল্টিমিডিয়ার উপর দক্ষতা বৃদ্ধির লক্ষে শিক্ষকদের কে দেয়া হয়েছে আইসিটি প্রশিক্ষণ।
তবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এখনো সেভাবে চালু হয়নি মাল্টিমিডিয়া ক্লাস। ২০১৫ সাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাস। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিছুটা নিয়মিত ক্লাস হলেও প্রাথমিক পর্যায়ে বেশির ভাগ শিক্ষার্থীই জানেন না মাল্টিমিডিয়া ক্লাস কি। স্যারেরা এ ধরণের কোন ক্লাস কখনো নেয়নি যার ফলে মাল্টিমিডিয়া ক্লাস সম্পর্কে কোন ধারণা নেই বলে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আফিয়া সুলতানা মৌলি জানান।
শিক্ষক অনুপ কুমার সরকার জানান, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কপিলমুনি ও মটবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলায় মাত্র ৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মডেল স্কুলের ৩জন শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে তিনি জানান। তবে বিদ্যালয়ে এ সংক্রান্ত কোন ক্লাস নেয়া হয় কি না সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেনি।
সপ্তাহে ১-২ দিন মাল্টিমিডিয়া ক্লাস করা হয় বলে ৭ম শ্রেণীর শিক্ষার্থী হাফিজুর রহমান জানান। প্রধান শিক্ষক অপু মন্ডল ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মোঃ ইসমাইল হোসেন জানান, মাল্টিমিডিয়া ক্লাসের জন্য আলাদা একটি রুম নির্ধারণ করা রয়েছে। যেখানে প্রজেক্টরের মাধ্যমে প্রতিদিন পর্যায় ক্রমে সব ধরণের ক্লাস নেয়া হয়ে থাকে।
একই ধরণের ব্যবস্থাপনায় মাল্টিমিডিয়া ক্লাস নেয়া হয় বলে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার সরকার জানান। এ ক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাস কি সে সম্পর্কে কিছুই বলতে পারেনি সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের (এসএসসি) পরিক্ষার্থী পিয়া মন্ডল। পাইকগাছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল জানান, ৫জন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের দ্বারা অনেকদিন যাবৎ মাল্টিমিডিয়া ক্লাস নেয়া হচ্ছে। তথ্য প্রযুক্তি, অর্থনীতি, জীববিজ্ঞান, ইসলামী ইতিহাস, ভূগোল সহ কয়েকটি বিষয়ের উপর ক্লাস নেয়া হয়।
তবে এ ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিষয়কে অধিক গুরুত্ব দেয়া হয়। সব মিলিয়েই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এখনো নিয়মিত হয়নি মাল্টিমিডিয়া ক্লাস। এ ক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাস নিয়মিত করতে শিক্ষকদেরকে প্রশিক্ষণ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব স্থাপন ও পর্যাপ্ত পরিমাণে ল্যাপটপ ও প্রজেক্টর সরবরাহ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
আর সেটি সম্ভব করার মাধ্যমে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সুফল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে সকলের প্রত্যাশা।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(18)