পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার দেলুটির চৌমোহনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের চৌমোহনী নদী থেকে বেল ফুলিয়া লোড ড্রেজারের লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী দুই শ্রমিককে আটক করে।
পরে সন্ধ্যায় আটক কামাল হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ওসি এজাজ শফী ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।
(14)