শুক্রবার সকালে পৌর সদরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা যুগ্ম-আহবায়ক ও উপজেলা আহবায়ক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক এইচএম আব্দুল মান্নান, অসিম দাশ, আজিবর রহমান গাজী, সদস্য সচিব মিকাইল হোসেন মিস্ত্রী, রেজাউল শেখ, এইচএম মুজিবর রহমান, সরদার আবুল কাশেম, মুন্সি তোহিদুজ্জামান, মিজানুর রহমান, কাজী এস্তফা, পবিত্র দাশ, মজিদ গোলদার, সামছুর রহমান, সোহরাব গোলদার, রবিউল ইসলাম, বাবু লাল বিশ্বাস, নাজিম উদ্দীন ঢালী, আব্দুল হাফিজ, মুকুল মোড়ল, শুকুর আলী, আবু তালেব, সুমন আহম্মেদ, সিরাজুল ইসলাম, মকিম সরদার, কেসমত আলী, হাফিজুর রহমান, জিয়াদুল মোড়ল, সাহেব আলী, আব্দুল মালি, আকবর গাজী, তাবাচ্ছুম জান্নাতি, মোবারক ঢালী, মালেক মোড়ল, খান আকবর আলী, আব্দুল মাজেদ, খুরশিদা আক্তার, রোজিনা বেগম ও শিলা রানী বিশ্বাস।
সভায় সংগঠনের পক্ষথেকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(9)