পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এবং সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জি এম এম আজহারুল ইসলাম।
এডভোকেট শফিকুল ইসলাম কচির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউআরসি ইনস্ট্যাক্টর ইমান উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ হরে কৃষ্ণ দাশ, নিজাম উদ্দিন, জামিনুর ইসলাম, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সুভাষ চন্দ্র রায় ও কবিন্দ্র রায়।
(0)