পাইকগাছায় আলোচিত মাদক ব্যবসায়ী রুমা কে আটক করা হয়েছে। আটক রুমাকে ভ্রাম্যমান আদালতে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় থানা পুলিশের এসআই আবু সাঈদ ও এসআই বিশ্বজিৎ অধিকারী অভিযান চালিয়ে পৌর সদরের আলোচিত মাদক ব্যবসায়ী সরল গ্রামের রহমত আলী গাজীর মেয়ে রুমা আক্তার নদী (২৪) কে গাঁজা সহ হাতে নাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক রুমাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(9)