জানাগেছে উপজেলার গদাইপুর গ্রামের বাচ্চু খাঁ নামে জনৈক ব্যক্তি ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে শুক্রবার জনৈক এক ছেলের সাথে বিয়ের আয়োজন করে। এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানকে নির্দেশ দেন। সে মোতাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা বরপক্ষের লোকজন হাজির হবার আগেই বাচ্চু খাঁর বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে তার অভিভাবকরা মুচলেকা দেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(2)