উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, উপজেলা ইন্সক্টার ইমান উদ্দীন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের সম্পাদক জয়দেব মন্ডল। বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি হরেকৃষ্ণ দাশ, খালেদ মাহমুদ ও অজিত কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন, দীপক চন্দ্র সরকার। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্যে এমপি নূরুল হক বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও আর্তমানবতার সেবায় স্কাউটের ভূমিকা অপরিসীম। সামাজিক অবক্ষয় রোধ, আদর্শ ও দক্ষ জনশক্তি এবং সু-শৃংঙ্খল জাতিগঠনে স্কাউটদের এগিয়ে আসতে হবে।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(6)