পাইকগাছায় পৌর সদরের ইউনিয়ন ভূমি অফিসে চুরি সংঘঠিত হয়েছে। তবে কোন মালামাল কিংবা অর্থ খোয়া যায়নি বলে কর্তৃপক্ষ দাবী করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে রোববার রাতে উপজেলা পরিষদ এলাকায়, (উপজেলা ভূমি অফিসের পরিত্যাক্ত ভবণ) পৌরসভা, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ন ভূমি অফিসের পাশের দুটি কক্ষে তহশীলদার হাসমত আলী, চেইনম্যান আব্দুল খালেক ও পিয়ন মোকছেদ আলী ঘুমিয়ে ছিল।
এসময় একটি সংঘবদ্ধ চোরের দল দুটি কক্ষের দরজা তাঁরদিয়ে আটকিয়ে রেখে মূল অফিসের তালা ভেঙ্গে ভীতরের আলমারী ও টেবিলের ড্রয়ের তালা ভেঙ্গে বিভিন্ন কাগজপত্র তছনছ করে। পরে গভীর রাতে পিয়ন মোকছেদ আলী বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করলে দরজা আটকানো দেখে সন্ধেহ হয়।
পরে তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন সহ থানা পুলিশ ছুটে এসে দেখেন ভূমি অফিসের তালা ভাঙ্গা এবং ভীতরের মালামাল তছনছ করা।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(6)