পাইকগাছায় ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা নূর ইসলামের বিরুদ্ধে নানা বিধ অনিয়মের অভিযোগ উঠেছে। নারী কেলেঙ্কারী পর এবার তিনি দাখিলার নামে এলাকাবাসীর কাছ থেকে অবৈধ ভাবে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ভূক্তভোগী ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সোলাদানা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নূর ইসলাম তিনি যোগদানের পর হতে নানা অনিয়ম ও কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। নারী কেলেঙ্কারির পর সংশ্লিষ্ট এ কর্মকর্তার বিরুদ্ধে নানা অজুহাত দেখিয়ে এলাকাবাসীর কাছ থেকে অতিরিক্ত অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগকারী পতন গ্রামের মৃত আলহাজ্ব কওছার আলী সানার ছেলে ছালামত ইসলাম সানা জানান গত ৮ সেপ্টেম্বর পতন মৌজার ১৪০নং খতিয়ানের ০.৬৬ একর জমির জন্য সহকারী ভূমি কর্মকর্তা নূর ইসলাম ছালামতের নিকট ৩ হাজার ৪৩৭ টাকা খাজনাদাবী করেন। ছালামত সানা খাজনা মওকুফের কথা উল্লেখ করে এত টাকা কেন লাগবে জানতে চায়লে কোন কিছু তোয়াক্কা না করে নূর ইসলাম ছালামতের নিকট থেকে দাবীকৃত ৩ হাজার ৪৩৭ টাকা গ্রহণ করে ১৩৪ টাকা দাখিলায় উল্লেখ করেন। এভাবেই প্রতিনিয়ত তিনি সাধারণ মানুষের কাছথেকে জোরপূর্বক হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। নানা অনিয়মে জড়িয়ে পড়া ভূমি কর্মকর্তা নূর ইসলামের অপসারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। এব্যাপারে জানতে চাইলে ছালামত সানার অভিযোগটি সঠিক নয় বলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূর ইসলাম জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(19)