পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদেব কান্তি মন্ডলের পিতা নীল কমল মন্ডল (৮৭) মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কপিলমুনির চিনামলা গ্রামের নিজস্ব বাসভবনে পরলোক গমন করেছেন।
বুধবার তালতলা মহাশশ্মানে তাঁর অত্মেষ্ঠিক্রিয়া সম্পন্ন হয়েছে। তাঁর এক স্ত্রী, ৪ ছেলে ও ১ কণ্যা সন্তানসহ বহুগ্রণগ্রাহী আত্মীয় স্বজন রয়েছে।
মৃত্যু খবরশুনে বুধবার সকালে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সোহরাব আলী সানা আওয়ামীলীগ নেতার বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কওছার আলী জোয়াদ্দার, শেখ বেনজীর আহমেদ বাচ্চু, বিভুতি ভুষণ ঢালী, জি এম ইকরামুল ইসলাম, সুকুমার ঢালী, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কালাম আজাদ, প্রনব মন্ডল, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে নীল কমলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার মন্ডল, উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দ্রেবব্রত রায় দেবু, উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, প্রনব কান্তি মন্ডল, গুরুদাস রায়, গৌরাঙ্গ মন্ডল, বিমল পাল, অখিল মন্ডল, দিপংকর মন্ডল ও নব নির্বাচিত পৌর কাউন্সিলর রবি শংকর মন্ডল, এড. পীযুষ কান্তি সরকার, চিত্ত রঞ্জন বাছাড়, প্রমথ রঞ্জন সানা, বিভাসেন্দু সরকার, বিকাশ চন্দ্র মন্ডল, রিংকু রায় সহ সকল ইউনিয়ন সভাপতি/সাধারন সম্পাদক বৃন্দ।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(23)