কেন্দ্রীয় ঈদগাহ মাঠ বৃষ্টির কারণে ব্যবহারের অনুপযোগী হওয়ায় বৃহস্পতিবার সকাল ৮টায় পৌর সদরের থানা কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, বাসস্ট্যান্ড জামে মসজিদ, বায়তুস সালাম জামে মসজিদ, লোনাপানি কেন্দ্র জামে মসজিদ, সরল বায়তুন নুর জামে মসজিদ সহ ৭টি মসজিদে পৃথক পৃথকভাবে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টায় ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের প্রধান ঈদের জামাত এবং একমাত্র মহিলা ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অনুরূপভাবে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অহেদ আলী গাজীর তত্ত্বাবধায়নে ২নং ওয়ার্ডের গোপালপুর বায়তুল ফালাহ জামে মসজিদের ঈদগাহ মাঠ সহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ঈদ জামাতগুলোতে সন্ত্রাস, নাশকতা, গুপ্ত হত্যা ও জঙ্গীবাদ বিরোধী বক্তব্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট ইমামগণ।
এদিকে কোর্ট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক, থানা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও ওসি মারুফ আহম্মদ।
অনুরূপভাবে ফেসবুক, এসএমএস, ঈদ কার্ড ও বিভিন্ন মাধ্যমে কুশল বিনিময় ও এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মারুফ আহম্মদ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল ও আকতারুজ্জামান বাবু, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, ডাঃ মোহাম্মদ শেখ শহিদ উল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের রাজনীতিক, জনপ্রতিনিধি, কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
অপরদিকে, ঈদের দিন দুপুরে এলাকার সম্মানিত ব্যক্তিদের সম্মানে ঈদ উৎসবের আয়োজন করেন থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ। এদিকে, ঈদে বিনোদনপ্রিয় মানুষের জন্য দীর্ঘদিন পর চালু করা হয় এলাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ বাঁশরী সিনেমা হল। প্রদর্শন করা হয় জনপ্রিয় নায়ক শাকিব খানের ডিজিটাল সিনেমা “সেরা নায়ক”।
বাঁশরী সিনেমা হলের পরিচালক নুরুজ্জামান টিটু জানান, এমন এক সময় ছিল যখন শো শুরু হওয়ার পূর্বেই টিকিট কাউন্টারে শতশত দর্শক টিকিটের জন্য অপেক্ষা করত। অথচ, দীর্ঘদিন পর ঈদের দিন নতুন করে হলটি চালু করা হলেও দর্শকদের উপস্থিতি ছিল খুবই কম। অসংখ্য স্যাটেলাইট টিভি চ্যানেলের ভিড়ে সিনেমা হলগুলো এমন দুর্দশা ও দর্শক শূন্যতা সৃষ্টি হয়েছে বলে নুরুজ্জামান টিটু জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(3)