পাইকগাছা পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীরকে দলীয় চুড়ান্ত প্রার্থী মনোনিত করায় নেতাকর্মী ও পৌরবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে বলে ধারণা করা হলেও দলের একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেয়ায় কিছুটা হলেও অশস্তিতে রয়েছে ক্ষমতাসীন এ দলটি। আর এ সুযোগটি কাজে লাগাতে তৎপর রয়েছে জামায়াত বিএনপি মনোনিত প্রার্থীরা। শেষ মূহুর্তে একাধিক প্রার্থী থাকবেনা বলে মন্তব্য করেছেন আ’লীগের দায়িত্বশীল নেতারা। উল্লেখ্য বর্তমান সংসদ সদস্য এ্যাডঃ শেখ মো নূরুল হকের প্রচেষ্টায় ১৯৯৭ সালে তৎকালীন পাইকগাছা উপজেলা সদরের ২.৫২ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে জেলার উপজেলা পর্যায়ে প্রথম পৌরসভা হিসাবে পাইকগাছা পৌরসভা আত্মপ্রকাশ করে। পৌরসভা প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত ৩টি নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিটি নির্বাচনে আওয়ামী মনোনিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। এ বারের নির্বাচনেও মেয়র পদটি ধরে রাখতে সঠিক সিদ্ধান্ত নিয়ে ছিলেন দলটি। কিন্তু দলের একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেয়ায় কিছুটা হলেও অসস্তিতে রয়েছে নেতা কর্মীরা। উল্লেখ্য চলতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করে উপজেলা আ’লীগের আহবায়য়ক কমিটির অন্যতম সদস্য ও বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, পৌর আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু ও জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত সহ ৩ প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করেন। ইতোমধ্যে জেলা মনোনয়ন বোর্ড এবং সর্বশেষ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীরকে চুড়ান্ত প্রার্থী মনোনিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীথেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু বৃহস্পতিবার মনোনয়ন বঞ্চিত দুসহোদর টিপু ও মুক্ত মনোনয়ন জমাদেয়ায় হতবাক হয়েছেন নেতা কর্মী ও সাধারণ মানুষ। মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থীর মধ্যে জন প্রিয়তার তুঙ্গে থাকায় সেলিম জাহাঙ্গীরকে চুড়ান্ত প্রার্থী মনোনিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেন উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান। এদিকে শেষ-মেষ নির্বাচনে দলের একাধিক প্রার্থী থাকবে না বলে মন্তব্য করেন উপজেলা আ’লীগের আহবায়ক ও মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য গাজী মোহাম্মদ আলী। তিনি বলেন মনোনয়ন বোর্ড কারও পক্ষনিয়ে প্রার্থী চুড়ান্ত করেনি। দল, নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী চুড়ান্ত করা হয়। সেলিম জাহাঙ্গীরকে দলের মনোনিত প্রার্থী করায় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে দলের দায়িত্বশীল এ নেতা জানান আশা করছি মনোনিত প্রার্থী ছাড়া যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাড়াবেন এবং সে ক্ষেত্রে দলের একাধিক প্রার্থী আর থাকবে না।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(20)