পাইকগাছা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের বিরুদ্ধে বিতর্কিত প্রভাষক আব্দুল গফুর মোড়ল কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ফোরামের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এন. ইসলাম সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, আ’লীগনেতা রতন কুমার ভদ্র, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, প্যানেল মেয়র শেখ আনিসুর রহমান মুক্ত, কাউন্সিলর আসমা আহমেদ, কবিতা রাণী দাশ, ফোরামের সহ-সভাপতি এস,এম, আলাউদ্দিন সোহাগ, সাধারণ সম্পাদক আলাউদ্দীন রাজা, পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, সাবেক সভাপতি গাজী আব্দুস সালাম, অধ্যাপক আজিজুর রহমান, প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী, উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমান, ফোরামের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বজলু, সদস্য আবুল হাশেম, ইমদাদুল হক, এম.এম. আহসান বাবু, অমল মন্ডল, আব্দুল মজিদ বয়াতী, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, শেখ সেলিম, শেখ জিয়াদুল ইসলাম, পরেশ মন্ডল, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত রায়, বিবেকানন্দ ধর, সরদার রনি, সঞ্জয় ঘোষ, বজলুর রহমান, মোস্তফা সরদার ও রাজু আহমেদ। উপস্থিত ছিলেন, শতশত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মানববন্ধনে বক্তারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করে বিতর্কিত প্রভাষক আব্দুল গফুর মোড়ল কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
//মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)