উল্লেখ্য ঘোষ পাড়ার বটতালায় একটি পূজা মন্ডপ রয়েছে যেখানে এলাকার সনাতন ধর্মালম্বীরা দীর্ঘদিন বাস্তপূজার আয়োজন করে আসছিল। গত বছর ঐ স্থানে পূজার আয়োজন নিয়ে স্থানীয় দুটি পক্ষের সৃষ্টি হয়। এমনকি দুটি পক্ষেই সংঘাত-সংঘর্ষ ও মামলায় জড়িয়ে পড়ে।
এবছর ও পূজা নিয়ে বিবাদমান দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দু পক্ষের সমজোতার ভিত্তিতে এ বারের পূজা যাতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় এ জন্য স্থানীয় সংসদ সদস্য বিষয়টি নিরসণ কল্পে ওসি আশরাফ হোসেনকে দায়িত্ব দেন।
শুক্রবার সকালে ওসি’র হস্তক্ষেপে এক শালিসী বৈঠকে দুপক্ষই একই স্থানে পৃথক ভাবে পূজা করতে রাজি হয় এবং দুপুরে পুলিশের উপস্থিতিতেই দু’পক্ষই শান্তিপূর্ণ ভাবে পূজা সম্পন্ন করেছেন বলে স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দরা জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(14)