২২ নং পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ ওয়াপদার ভেড়িবাঁধ পরিদর্শন করেন। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে বাঁধ মেরামতে ১ লাখ টাকার অনুদান প্রদান করেন। উল্লেখ্য জরুরী চিকিৎসার জন্য এমপি নূরুলহক গত ১ সেপ্টেম্বর ভারতে যান এবং সেখান থেকে ওয়াপদার ভেঁড়িবাঁধে ভাঙনের খবর পেয়ে স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ ও পাউবো’র কর্তৃপক্ষকে তদারকির নির্দেশ এবং বাঁধ মেরামতে আর্থিক অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন।
বাঁধ পরিদর্শনকালে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, নির্মল মন্ডল, সুকৃতিমোহন সরকার, রিপন মন্ডল, ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার, দ্বিজেন মন্ডল, নিরাপদ সরকার, অনিল কৃষ্ণ মল্লিক, তরুন কান্তি সরকার, সুকান্তি সরকার, বিদ্যুৎ বিশ্বাস, রাম টিকাদার, রনধীর মন্ডল, শেখ মোহাম্মদ আলী, সঞ্জীব মল্লিক, দিবাকর মন্ডল, সুব্রত রায়, সুভাষ মন্ডল, সমীরণ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, প্রশান্ত মন্ডল, সুশান্ত রায়, প্রশান্ত বিশ্বাস, পুষ্পেন সরদার, সুকৃতি বিশ্বাস ও বিদ্যুৎ রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
// মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা খুলনা
(0)