পাইকগাছায় গুরুত্বপূর্ণ দুটি হাটবাজার পরিদর্শন করে পরিচ্ছন্ন ও উন্নত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি শনিবার বিকালে গদাইপুর হাট ও নতুন বাজার পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি অবৈধ স্থাপনা অপসারণ ও বিশেষ প্রকল্প গ্রহণ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ দুটি হাট বাজার পরিচ্ছন্ন ও উন্নত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, আ’লীগনেতা রতন ভদ্র, শেখ মনিরুল ইসলাম, নজরুল ইসলাম, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, শেখ জিয়াদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)