পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার অসুস্থব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
তিনি বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার ১০জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী প্রদত্ত চেক প্রদান করেন। মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব আর্থিক সহায়তার চেক পাঠানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলুর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, আওয়ামীলীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, বিভুতি ভুষন সানা, বিজন বিহারি সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, আলহাজ্ব গোলাম মোস্তফা, কাজল কান্তি বিশ্বাস, এডঃ সমীর কুমার বিশ্বাস, কৃষ্ণ পদ মন্ডল, যুবলীগ নেতা শেখ জিয়াদুল ইসলাম, আকরামুল ইসলাম, এসএম শাহবুদ্দিন শাহিন, বারিক গাজী, প্রসেনজিত ঢালী, জগদীশ চন্দ্র রায়, আব্দুল হালিম সরদার, এমএম আজিজুল হাকিম, বজলুর রহমান, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, পার্থপ্রতিম চক্রবর্তী, সালা উদ্দীন কাদের ও রায়হান পারভেজ রনি।
(12)