পাইকগাছায় অর্থ আত্মসাৎ মামলায় এহসান সোসাইটির স্থানীয় শাখা প্রধান মাওলানা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশের এসআই স্বপন কুমার বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সিআর ৭১৩/১৫ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মনিরুলকে আটক করে। আটক মনিরুল পৌর সদরের সরল গ্রামের দবির উদ্দীন সানার ছেলে। উল্লেখ্য তিনি এহসান সোসাইটির স্থানীয় শাখার প্রধান হিসাবে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বলে গুরুত্বর অভিযোগ ওঠে। এ ধরণের অভিযোগ এনে গদাইপুর চরমলই গ্রামের জৈনক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত মনিরুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এ ব্যাপারে ওসি আশরাফ হোসেন জানান, সিআর ৭১৩/১৫ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসাবে মনিরুলকে আটক করা হয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)