পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা ও ক্ষুদে বঙ্গবন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতা ও সমাবেশের আয়োজন করে।
প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ও শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় এবং মাধ্যমিক পর্যায়ে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় দ্বিতীয় ও সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান, আলমগীর হোসেন, মীর্জা মিজানুর রহমান, ফারুক হোসেন, দেবাশীষ দাশ, ঝংকর ঢালী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের ৭ মার্চের ভাষণে মুগ্ধ হন উপস্থিত অতিথিবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সাদা পাজামা-পাঞ্জাবী এবং কালো রঙের মুজিব কোর্ট পরিহিত ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুকে খুজে পান তরুণ প্রজন্ম।
(9)