পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: অবশেষে পাইকগাছায় করোনা আক্রান্ত মূমুর্ষ রোগীদের জন্য স্থাপন করা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো ন্যাজাল ক্যানুলা এন্ড সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর উদ্যোগ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনের একটি কক্ষে এটি স্থাপন করা হচ্ছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন (ইউজিডিপি) প্রকল্পের আওতায় ১৫ শয্যা বিশিষ্ট ওয়ার্ড কেবিন রুম সহ পুরা কক্ষটিই আইসিইউ নিয়ন্ত্রিত থাকবে। ইতোমধ্যে ৩০ লাখ টাকার টেন্ডারও আহবান করা হয়েছে। বর্তমানে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে। আগামী দু’একদিনের মধ্যে বেড এবং মেশিনারিজ অন্যান্য কাজ শুরু করা হতে পারে।
এদিকে চলমান কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, করোনা মূখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
এদিকে করোনা আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ব্যবস্থা হিসেবে এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
(19)