কর্মস্থল ছেড়ে দপ্তরের সামনে অবস্থাননেয় কর্মকর্তারা। কর্মসূচীতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, ডাঃ মশিয়ার রহমান মুকুল, ডাঃ আহসানারা বিনতে ময়না, শওকতারা বায়েজীদ দোলা, পার্থ প্রতিম দেবনাথ, মিঠুন দেবনাথ, সঞ্জিত কুমার পাল ও নারগিস বানু। এদিকে এক ঘন্টার এ কর্মবিরতির ফলে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। দাবি না মানলে আগামী ৩০ তারিখের পরথেকে লাগাতার কর্মসূচী পালন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(2)