এসময় স্থানীয় নেতৃবৃন্দ প্রধান মন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়নে পৌর সদরে একটি ষ্টেডিয়াম নির্মাণের দাবি জানান। এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে ষ্টেডিয়াম নির্মাণের সরকারের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ষ্টেডিয়ামের জন্য কমপক্ষে ৩ একর জমির প্রয়োজন হয়। জমি পেলে খুব দ্রুতসময়ের মধ্যে ষ্টেডিয়াম নির্র্মাণ করার মাধ্যমে প্রধান মন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়ন করা হবে বলে নেতৃবৃন্দকে আশ্বাস দেন। উল্লেখ্য ২০১০ সালের কয়রার এক জনসভায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট উপজেলায় একটি ষ্টেডিয়াম নির্মাণের প্রতিশ্র“তি দেন।
এসময় নেতৃবৃন্দের পক্ষথেকে মন্ত্রী ও সাবেক সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব রশীদুজ্জামান, আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, আব্দুল রাজ্জাক মলঙ্গী, শেখ কামরুল হাসান টিপু, আব্দুল হাকিম, আব্দুল মান্নান, সাংবাদিক আব্দুল আজিজ, কৃষ্ণপদ মন্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফআরআই লোনা পানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন। পরে বিকালে মন্ত্রী উপজেলার খালিয়ার চক হরিগুরু গোপাল চাঁদ সেবাশ্রমে বাংলাদেশ মতুয়া সংঘ আয়োজিত ২য় বার্ষিক দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মতুয়া মহা সম্মেলন ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। বাংলাদেশ মতুয়া সংঘের মহা সচিব প্রভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(5)