পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় এইচএসসি’২১ ব্যাচের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজের সামনে এইচএসসি’২১ ব্যাচের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আসির ফয়সাল, সুদীপ্ত মন্ডল, রাজেন্দ্রনাথ দত্ত, নাইমুজ্জামান দীপু, ইয়াসির আরাফাত, আল-নোমান, রাহাত রেজা, শেখ মাহির, সাকিব মোড়ল, মাসুদ রানা, অনির্বাণ, নওশাদ হাসান, তনয় সরদার, আরিফুল হক সৌরভ, সাকিবা ও, শুভ্র জ্যোতি।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, পরিপূর্ণ সিলেবাস শেষ না করে এইচএসসি পরীক্ষা নয়, সংক্ষিপ্ত সিলেবাস মানা হবে না, ১১ মাসের পড়া ৩ মাসে পরিপূর্ণ করা সম্ভব নয়, এইচএসসি পরীক্ষা ও এডমিশন টেস্ট এর সিলেবাস সমান করতে হবে এবং করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার দাবী জানায় শিক্ষার্থীরা।
(17)