বুধবার বিকালে নতুন বাজারস্থ আ’লীগ কার্যালয়ের সামনে গদাইপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি পরিমল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ওসি আশরাফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, ওসি (তদন্ত) আলমগীর কবির, উপজেলা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ।
বক্তব্য রাখেন, ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, এসআই বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য আজগর হোসেন, শেখ জিয়াদুল ইসলাম, শেখ মোসলেম উদ্দীন, শেখ আব্দুল আজিজ, আব্দুল মজিদ বয়াতী, স্বরসতী বিশ্বাস, আফরোজা রুবি ও খালেক কবিরাজ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সভায় এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশা-পাশি কমিউনিটি পুলিশিং ফোরাম সহ এলাকাবাসীকে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সজাগ থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(4)