একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসাবে সাধারণ জনগণ আমার সাথেই রয়েছে। প্রার্থী হিসাবে এলাকায় দীর্ঘদিন কাজও করছি। সামাজিক ও রাজনৈতিক ভাবে এলাকার মানুষের সাথে নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে।
সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকার সুবাদে এলাকার মানুষ চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করতে চায়। এ ক্ষেত্রে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে আসন্ন ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি এবং নির্বাচিত হতে পারলে মানুষের খেদমত করার পাশা-পাশি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে উন্নতি করবো।
সম্ভাব্য প্রার্থী গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে। রাজনৈতিক ভাবে তরুণ এ নেতা বর্তমানে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
এর আগে তিনি ১৯৯৭ সালে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক, ২০০০-২০০৫ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ২০০৮-২০১০ সাল পর্যন্ত একই সংগঠনের আহবায়ক এবং সর্বশেষ ২০১০ সালের সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন নির্বাচনে চমকে দেন সবাইকে। দলীয় সিনিয়র দুই নেতার সঙ্গে প্রতিদন্দীতা করে দৃষ্টি কাড়েন দলীয় উর্দ্ধতন নেতৃবৃন্দের। কাউন্সিলরদের সামান্য ভোটের সেদিন পরাজিত হলেও ভোটের পরিসংখ্যান দেখে হতবাক হয়ে গিয়েছিল সকলেই।
এবারও তিনি সদর ইউনিয়ন ৭নং গদাইপুর ইউনিয়নের আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় রয়েছেন। এখন দেখার বিষয় আগামীতে দলটির দলীয় মনোনয়ন বোর্ড কি সিদ্ধান্ত নেয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(120)