পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা থানা পুলিশ গাঁজা সহ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ওসি এজাজ শফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি ফাঁড়ি পুলিশের এসআই মুহাঃ আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের চৌকস একটি টিম শনিবার বিকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তরসলুয়া গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী হাফিজা বেগমের বাড়ীতে অভিযান চালিয়ে তার বসত ঘরের মধ্য থেকে ১শ গ্রাম গাঁজা সহ নাছিরপুর গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের ছেলে শাহীনুর বিশ্বাস (৩০) ও ২শ গ্রাম গাঁজা সহ হাফিজা বেগম (৩৫) কে আটক করে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নং-১২, তাং- ১৩/০২/২০২১ ইং।
(11)