পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ যুবক কে আটক করেছে। আটক ৩ যুবক কে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে থানার এসআই আবু সাইদ ও এসআই বিশ্বজিৎ অধিকারী শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে বাঁকা গ্রামের আফিল গাজীর ছেলে জামাল গাজী (২৯), আয়ুব আলী মোড়লের ছেলে মাসুম বিল্লাহ (২৮) ও রাড়ুলী গ্রামের রফি গাজীর ছেলে হাফিজুল গাজী (২৬) কে গাঁজা সহ হাতে নাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(16)