পাইকগাছায় গাঁজাসহ টোব্যাকো কোম্পানির এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। থানা পুলিশ রোববার রাত ৯ টার দিকে পৌর বাজার থেকে রেজাউল করিম (৩৬) নামে ওই কর্মকর্তাকে আটক করে। আটক রেজাউল রাজশাহী জেলার পুটিয়া থানার কাঁঠাল বাড়ীয়া গ্রামের মৃত সাইফুল ইসলাম এর ছেলে ও আবুল খায়ের টোব্যাকো কোম্পানির টেরিটরী অফিসার। থানার এসআই আবু সাঈদ জানান, পৌর বাজারের স্মরণিকা ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে ১ প্যাঁকেট গাঁজাসহ রেজাউলকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত চট্র মেট্র- হ- ১২-৯৫৩৬ নং হিরোহুন্ডা মটর সাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(18)