পাইকগাছায় গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক মিল্টন সরদার (২৮) উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের বারেক সরদারের ছেলে। বুধবার সকালে থানার এসআই বিশ্বজিত অধিকারী অভিযান চালিয়ে ১ পুরিয়া গাঁজাসহ মিল্টনকে হাতে নাতে আটক করে বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(8)