পাইকগাছায় গাঁজা গাছসহ আজিজুল সানা (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক উপজেলার কপিলমুনি ইউনিয়নের ভৈরবঘাটা গ্রামের মৃত করিম সানার ছেলে। সোমবার দুপুরে থানার এএসআই মোমিনুর ও এএসআই আশিক অভিযান চালিয়ে লতার পুটিমারী বিল এলাকা থেকে গাঁজা গাছসহ আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি (তদন্ত) আলমগীর কবির জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(0)