পাইকগাছায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা সহ ৫ ব্যক্তিকে আটক করেছে। আটক কৃতদের বিরুদ্ধে মামলা ও ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়েছে। বাইনবাড়ীয়া ক্যাম্প ইনচার্জ এসআই দিদারুল আলম শনিবার সকালে অভিযান চালিয়ে বাসাখালী গ্রামের মিনহাজ গাজীর ছেলে হান্নান গাজী (৩৬) রাজ্জাক গাজীর ছেলে লুৎফর গাজী (২৫) ও গড়ইখালী গ্রামের মৃত আরশাদ গাজীর ছেলে আব্বাস গাজী (৪৫) মৃত আফসার গাজীর ছেলে আব্দুল মজিদ (৪০)। এর আগে এসআই বিশ্বজিত অধিকারী সরল এলাকায় অভিযান চালিয়ে বালিয়া গ্রামের আমিন মোড়লের ছেলে মাহফুজ মোড়ল (২৫)কে গাঁজা সহ আটক করে। আটক কৃত ১জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অপর ৪ জনকে ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(3)