পাইকগাছায় ভূমিজ ফাউন্ডেশনের উদ্যোগে গ্র“প লিডার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে জ্যোৎস্না মন্ডলের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, ভূমিজ প্রোগ্রামের অর্গানাইজার শেখ মশিউর রহমান, তকব্বর আলী, অর্জুন বিশ্বাস, শীলা রাণী দাশ, রাণী বেগম ও ফুলন দেবী। অনুষ্ঠান পরিচালনা করেন, শ্যামল দেবনাথ। সভায় ২০জন গ্র“প লিডার অংশগ্রহণ করেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(5)